দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। সেই কাজের জন্য রাজ্যজুড়ে বাড়ি বাড়ি যাবেন কমিশন-নিযুক্ত বুথ লেভেল অফিসাররা (BLO)। তাঁদের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থাকবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা (BLA)।
এই প্রেক্ষিতেই সোমবার চুঁচুড়া রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।