দ্য ওয়াল ব্যুরো: ভারতের নামী শিল্পপতি ও সোনা কমস্টারের (Sona Comstar)-এর চেয়ারম্যান সঞ্জয় কাপুর (৫৩) ১২ জুন ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন মারা যান। তাঁর এই আকস্মিক মৃত্যু ভারতের কর্পোরেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। যদিও এখনও মৃত্যুর সঠিক কারণ সরকারি ভাবে নিশ্চিত হয়নি, তবু প্রাথমিকভাবে দু’টি সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে- হার্ট অ্যাটাক অথবা মৌমাছির হুল থেকে অ্যানাফাইল্যাকটিক শক।
সেদিন কী ঘটেছিল মাঠে?