দ্য ওয়াল ব্যুরো: ট্রেন্ডিং স্কিন কেয়ার রুটিন বা সুপারফুডের তালিকায় আজকাল একটা নাম ঘুরে ফিরে আসছে— বিটরুট। খেতে বেশ মিষ্টি মিষ্টি, গাঢ় লালচে-বেগুনি এই সবজিটির মধ্যে লুকিয়ে আছে শরীর ও ত্বকের নানা উপকারিতা। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া 'বিটরুট আইস কিউব' ট্রেন্ড কি আদৌ কাজের?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্টে দাবি করা হয়েছে—বিটরুট দিয়ে তৈরি আইস কিউবের গুণে ত্বক হবে উজ্জ্বল, দাগছোপ কমবে আর ত্বক থাকবে হাইড্রেটেড। কিন্তু কতটা সত্য এই দাবি? বাস্তবে এই সব উপকারিতা কি সত্যিই পাওয়া যায়?
#REL