রূপক মিশ্র
বইয়ের র্যাক পরিষ্কার করার বাৎসরিক কৃত্য সারছিলাম সেদিন। সারতে গিয়েই আবিষ্কার করা গেল ‘নীলু হাজরার হত্যারহস্য’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস। বহুকাল আগে পড়া। ইদানীং বাজারে পাওয়া যায় কিনা, মালুম নেই। খোঁজ নিলেই জানা যাবে। কিন্তু যে তথ্যটুকু খোঁজ না নিয়েই বলে দিতে পারি, সেটা হচ্ছে—এই বই যদি বা বেরোয়, সেটা হার্ডকভার, পেপারব্যাকে নয়। বই এক, সংশোধন-পরিমার্জন নেই, স্রেফ মলাট আর বাঁধাইয়ের ধাঁচাটুকু বদলে গেছে!