দ্য ওয়াল ব্যুরো: গত ২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Exam 2025)। প্রকাশিত ফলাফলের রিভিউ এবং স্কুটিনি নিয়ে অনেক পরীক্ষার্থী আবেদন করেছিলেন। আগামিকাল বুধবার ওই পিপিআর (Post Publication Review ) ও পিপিএস ( Post Publication Scrutiny)-এর ফলাফল প্রকাশিত হবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে একথা জানানো হয়েছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামিকাল ১৮ জুন সকাল ৯টা থেকে প্রকাশিত হবে পিপিআর ও পিপিএস-এর ফলাফল।
#REL