দ্য ওয়াল ব্যুরো: ছেলে যে সময়ে খাওয়া দাওয়া করছে না, সেটা বুঝতে পেরেছিল মায়ের মন। মঙ্গলবার বিকেলে আরজি কর হাসপাতালের সামনে সদ্য সন্তানহারা মায়ের দু'চোখ ছাপিয়ে জল উপচে পড়ছে। ভেতরে মর্গের মধ্যে শুয়ে রিঙ্কু মজুমদারের আদরের সন্তান সৃঞ্জয় ওরফে প্রীতমের নিথর দেহ!
কান্না ভেজা দলা পাকানো গলায় রিঙ্কু বলছিলেন, "গতকাল রাতেই ওঁর (দিলীপ ঘোষ) সঙ্গে কথা বলব ভেবেছিলাম ছেলেকে সঙ্গে এনে রাখা নিয়ে, কিন্তু বলা হয়নি। উনি ব্যস্ত ছিলেন।’