অমল সরকার
বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলাচ্ছে। চলতি পরিস্থিতি বর্ণনা করতে বলা যেতে পারে, আওয়ামী লিগ তথা শেখ হাসিনা বিরোধী শিবিরে দ্রুত ভাঙন ধরছে। পরিবর্তিত পরিস্থিতিতে 'একঘরে' অবস্থা বিএনপি'র। খালেদা জিয়ার দল পাল্টা কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক অচলাবস্থার সুযোগে ইউনুস সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। জামাত-সহ ইসলামিক দলগুলির পিছনে ইউনুস সরকারের মদত রয়েছে বলেও মনে করছে কোনও কোনও মহল।