দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার। রাত প্রায় নটা। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়া অফিসঘরে হাজির হচ্ছেন DAEI-এর ‘প্রাক্তন’ পরিচালকরা। সংখ্যা প্রায় চল্লিশের কাছাকাছি। প্রাথমিকভাবে যা জানা, ফেডারেশন সভাপতি পরিচালকদের সঙ্গে এক নৈশ চা আড্ডায় মেতেছেন।