দ্য ওয়াল ব্যুরো: বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) আকস্মিক মৃত্যু ঘিরে পারিবারিক দখলদারির লড়াইয়ে উত্তাল কাপুর পরিবার। একদিকে যেমন করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয়ের বিপুল সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে সন্তানদের ভাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে, তেমনই অন্যদিকে রীতিমতো চিঠি লিখে সোনার কমস্টার বোর্ডকে কঠিন অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা রানী কাপুর (Rani Kapur)।