সৌম্য বাগচী
পিছিয়ে যাওয়া যাক ৪২ বছর। সেই দিনটাও ছিল ১৮ জুন। সালটা ছিল ১৯৮৩ (18 June 1983)। ভারতের ক্রিকেটের ইতিহাসে দিনটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেদিন অতিমানব হয়ে উঠে ভারতকে খাদের কিনারা থেকে তুলে এনেছিলেন হরিয়ানার ২৪ বছরেরে এক যুবক। যার হাতে সদ্যই তুলে দেওয়া হয়েছিল ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব।