দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল, যখন স্কুলপড়ুয়াদের দিন কাটত বইয়ের পাতায় আর সন্ধ্যা হত খেলাধুলোয়। এখন সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন (Mobile)। এক আঙুলের ছোঁয়াতেই চোখের সামনে খুলে যাচ্ছে এমন সব দৃশ্য, যা মন গঠনের বয়সে বাধা তৈরি করছে।
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) স্কুলগুলোয় সম্প্রতি এক ভয়ঙ্কর প্রবণতা লক্ষ করছেন শিক্ষক-শিক্ষিকারা। অষ্টম, নবম শ্রেণির ছাত্রীরা প্রেমে জড়াচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে গোপনে বিয়ে করছে, এমনকি সন্তানের জন্মও দিচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই।