দ্য ওয়াল ব্যুরো: বর্ষা ঢুকেছে বঙ্গে। আষাঢ়-শ্রাবণ অর্থাৎ বর্ষা মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া, হঠাৎ ভিজে যাওয়া আর তার সঙ্গে অনিবার্য চুল পড়া। এই সময় অনেকেরই স্ক্যাল্পে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হয়, ধুলো-ময়লা আটকে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। তার উপর অল্প বৃষ্টিতেই চুল ভিজে গেলে জৌলুসও নষ্ট হয়। নিয়ম করে যত্ন না নিলে চুল পড়া আটকানো সম্ভব হবে না। কীভাবে যত্ন নেবেন চুলের? রইল টিপস।
১. সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন