দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বহু প্রতীক্ষিত প্রকল্পে বড় ধাক্কা। রাজ্যে কিং কোবরা ফিরিয়ে আনার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা অধরা থেকে গেল প্রথম ধাপে। কর্নাটক থেকে আনা পাঁচ বছরের এক পুরুষ কিং কোবরার মৃত্যু হল ভোপালের ভ্যান বিহার ন্যাশনাল পার্কে।
বুধবার সকালে কিং কোবরাটিকে নিষ্প্রাণ অবস্থায় এনক্লোসারে পড়ে থাকতে দেখা যায়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সাপটির শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সেটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
#REL