দ্য ওয়াল ব্যুরো: মার্কিন রাজনীতিক ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পরিবার এবার টেলিকম দুনিয়ায় পা রাখল। নতুন মোবাইল পরিষেবা ‘ট্রাম্প মোবাইল’-এর সঙ্গে সঙ্গে বাজারে আনছে একটি বিশেষ সোনালি রঙের স্মার্টফোন, যার নাম ‘টি-ওয়ান’ (T1 Smartphone)। সংস্থার দাবি, এই ফোন এবং পরিষেবা সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি এবং সেখানেই ডিজাইন করা হয়েছে।
মাসিক প্ল্যানে কী থাকছে?