দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের (Union Tourism Ministry) প্রকাশ করা ইন্ডিয়া টুরিজম ডেটা কমপেন্ডিয়াম ২০২১ (India Tourism Data Compendium 2021)-এ উঠে এসেছে চমকপ্রদ তথ্য, আন্তর্জাতিক পর্যটকদের কাছে ভারতের দ্বিতীয় সবচেয়ে পছন্দের গন্তব্য এখন পশ্চিমবঙ্গ। তালিকার এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra)।
দেশের মধ্যে ঘোরাঘুরিতে (Domestic Travel) অবশ্য বাংলার অবস্থান সপ্তম। তালিকায় বাংলার আগে রয়েছে, উত্তরপ্রদেশ (UP), তামিলনাড়ু (Tamil Nadu), কর্নাটক (Karnataka), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), রাজস্থান (Rajasthan) এবং মহারাষ্ট্র।
#REL