দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালে (Semi-final) অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s Cricket Team)। কিন্তু দলের ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) চান সেই জয়কে এখনই ভুলে যেতে। তাঁর চোখ এখন একটাই লক্ষ্য—নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) রবিবারের বিশ্বকাপ ফাইনাল (World Cup Final)।
জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)-এর অপরাজিত ১২৭ রানে ভর করে ভারত ৩৩৮ রানের রেকর্ড টার্গেট তাড়া করে ফাইনালে উঠেছে। তবে মান্ধানার মতে, অস্ট্রেলিয়া-বিজয় অতীত, এখন কেবল কাপ জয়ের স্বপ্ন।