দ্য ওয়াল ব্যুরো: রেলযাত্রীদের (Rail passengers) জন্য সুখবর! মুম্বই, চেন্নাইয়ের মতো এবার কলকাতাতেও ছুটবে এসি লোকাল ট্রেন (AC local from Sealdah)!
সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই শিয়ালদহ (Sealdah Division) থেকে ছুটবে এই এসি লোকাল। শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে এই এসি ট্রেন। যাত্রীদের সাড়া মিললে আগামীদিনে অন্যান্য রুটেও এই শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর।
#REL