দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে চুঁইয়ে পড়ছে ছাদ থেকে জল, আর সেই জল আটকাতে ছাতা মাথায় চলছে ক্লাস। ঘটনাটি হুগলির একটি প্রাথমিক বিদ্যালয়ের। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ক্লাসের সবার বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। সব মিলিয়ে ৬৮ জন ছোট ছোট পড়ুয়া কোনওরকমে ছাতা মাথায় দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
স্কুলটি ১৯৭২ সালে স্থাপিত। কিন্তু গত দু’বছরের অবহেলায় চারটি ক্লাসরুমের মধ্যে অর্ধেকই কার্যত ধসে পড়েছে। বাকি যে তিনটি ঘর রয়েছে, সেগুলিরও প্রায় ভগ্নপ্রায় দশা। এই দুর্দশার মধ্যেই চলছে ক্লাস।
#REL