দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই ফের প্রশ্নপত্র বিভ্রাটে (Question Paper) উত্তাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)।
এই বার ষষ্ঠ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের পরীক্ষায় সিলেবাস-বহির্ভূত প্রশ্ন উঠে আসায় শুক্রবারের ওই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। পরীক্ষার্থীদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চরম অসন্তোষ ও বিভ্রান্তি।