দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। দায়িত্ব হাতে নেওয়ার পর শুরুটা মন্দ হয়নি। প্রথম চ্যালেঞ্জ ছিল সিএএফএ নেশনস কাপ (CAFA Nations Cup)। যেখানে ওমানকে (Oman) হারিয়ে তৃতীয় স্থান দখল করে ভারত। দেশের গরিমাময় ফুটবল ইতিহাসে বিরল মুহূর্ত না হলেও সাম্প্রতিক দুর্দশার নিরিখে এই সাফল্য আশাব্যঞ্জক বটে।
এমন পরিস্থিতিতে ইতিবাচক ভবিষ্যৎ দেখার পাশপাশি সাবধানী সতর্কবার্তা শোনা গেল প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) গলায়। তাঁর সাফ দাবি, কেবল ডিফেন্স আর ডেড-বল কৌশলে আস্থা রাখলে দল বেশিদূর এগোতে পারবে না।