দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের আইনি লড়াইয়ের পর গোঘাটের তৃণমূল কর্মী (TMC worker, Goghat) খুনে আইনি সাজা শোনাল আদালত। তৃণমূল কর্মী খুনে প্রধান অভিযুক্ত সিপিএম সমর্থককে ফাঁসির নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত (Arambagh Court)।
একই সঙ্গে ওই খুনের ঘটনায় অভিযুক্ত আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুুপুরে আদালতের রায় সামনে আসতেই এলাকার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা উচ্চ আদালতে আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
#REL