দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কলেজে কলেজে স্নাতক স্তরের ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু হওয়ার পর থেকেই প্রবল সাড়া পড়েছে। নয়া অনলাইন পদ্ধতির পরিসংখ্যান বলছে, গোটা রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবেদন সংখ্যার নিরিখে একচেটিয়া শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে জমা পড়েছে ৬,৪৭,৫৮৭টি আবেদন, যা রাজ্যজুড়ে হওয়া মোট ১৯,৩৬,৩২৯টি আবেদনের এক-তৃতীয়াংশেরও বেশি। এক কথায়, রাজ্যের শিক্ষাপ্রেমী তরুণ প্রজন্মের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কদর এখনও অটুট।