দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার গভীর রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে (Calcutta University Girls Hostel) ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বিডন স্ট্রিটে অবস্থিত গার্লস হস্টেলের একটি ঘরের ছাদ থেকে হঠাৎ লোহার বিম খুলে পড়ে (Ceiling Collapse)। সেই ঘরে তখন ঘুমোচ্ছিলেন তিন ছাত্রী। অল্পের জন্য তাঁরা প্রাণে রক্ষা পান।
ঘটনাটি ঘটেছে আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ। হস্টেলের ১৭ নম্বর ঘর থেকে তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে হস্টেলের ছাদ ও ঘরের মেরামতির কোনও কাজ হয়নি। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান।
#REL