দ্য ওয়াল ব্যুরো: সংলাপহীন বিজ্ঞাপন। মাত্র ১১০ সেকেন্ড। অথচ চোখের ভাষা, হাতের ভঙ্গিমা, শরীরী অভিব্যক্তি দিয়ে পর্দা জুড়ে যেন আগুন লাগালেন মোহনলাল (Mohanlal)। সম্প্রতি প্রকাশিত এক গয়নার বিজ্ঞাপনে (Jewellery Advertisement) ‘নারীত্ব’কে নিজস্ব ভঙ্গিতে উদযাপন করেছেন তিনি—আর তাতেই অভিভূত দর্শকরা। ভিডিওটি এখন ভাইরাল (Viral Video) হয়ে গেছে।
হিরে জহরতের গয়না নিয়ে ওই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রকাশ ভার্মা। মোহনলালের সঙ্গে তাঁর আবার পর্দা শেয়ার করে নেওয়ার মুহূর্তও রয়েছে, যা একরাশ উষ্ণতা ও রসিকতায় মোড়া।