দ্য ওয়াল ব্যুরো: অর্গাজমের ভান বা 'ফেক অর্গাজম' নিয়ে বহুদিন ধরেই ফিসফিসিয়ে নানা আলোচনা চলছে। বেশিরভাগ সময় একে সম্পর্কের সমস্যা কিংবা যৌন অসন্তুষ্টি (Intimacy dissatisfaction) হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু সম্প্রতি এক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এক গবেষণা (New research) সামনে আনল এক অন্য সত্যি।
গবেষণা বলছে, নারী যৌনতায় তৃপ্তি না পেলেও যদি যৌন সুখের শীর্ষে পৌঁছে যাওয়ার ভান করেন, তা কিন্তু শুধুই অভিনয় নয়, বরং গভীর মানসিক টানাপড়েন লুকিয়ে থাকে এই আচরণের (Women behaviour) পেছনে।
‘চরম সুখ’ কি তাহলে এক ধরনের মানসিক মোকাবিলার পদ্ধতি?