দ্য ওয়াল ব্যুরো: রবিবার বাংলাদেশে সব জেলায় পথে প্রতিবাদে শামিল হল আওয়ামী লিগ (Awami League)। গত শনিবার মহম্মদ ইউনুসের সরকার (Yunus Government) শেখ হাসিনার (Sheikh Hasina) দলকে নিষিদ্ধ ঘোষণার সাতদিনের মাথায় বড় প্রত্যাঘাত করল দল। ঢাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকায় মিছিল করে আওয়ামী লিগ এবং দলের যুব ও ছাত্র সংগঠন। ১০ মে'র নিষেধাজ্ঞায় আওয়ামী লিগের সব অঙ্গ সংগঠনকেও নিষিদ্ধ করেছে ইউনুস সরকার।