দ্য ওয়াল ব্যুরো: ভারতের শতাব্দীপ্রাচীন ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায়—সিন্ধু লিপি। দীর্ঘ সময় ধরে গবেষকরা এই লেখার অর্থ উন্মোচনের চেষ্টা করে চলেছেন, কিন্তু সফল হননি। এবার সেই রহস্যভেদে উদ্যোগী হয়েছে ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর (ASI)।
আগামী ২০ থেকে ২২ আগস্ট গ্রেটার নয়ডার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট অফ আর্কিওলজিতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার, যার শিরোনাম: "Decipherment of Indus Script: Current Status and Way Forward"।