শুভঙ্কর চক্রবর্তী
‘আমি তারই সাগরে ভাসি, যে সাগরে ডুবে গিয়েছিলেম একদিন...’
ডিমেনশিয়ার ছায়ায় হারিয়ে যেতে থাকা এক মানুষ। কালিধর। মধ্যবয়স পেরিয়ে, স্মৃতি-ভোলা এক কুয়াশায় ঢাকা জীবন। পরিবার বলে, “বোঝা হয়ে গেছো।” ভাইদের সম্পত্তির ভাগ কমে যাওয়ার ভয়। তাকে সরিয়ে দেওয়ার চেষ্টায় একদিন ফেলে আসে কুম্ভমেলার ভিড়ে। শত মানুষের ভেতরে একা ফেলে রেখে যায়—যেন অচল কোনও পুরনো জিনিসপত্তর।
#REL