দ্য ওয়াল ব্যুরো: রাজপুর-সোনারপুরে ফের ডেঙ্গির থাবা। একই পরিবারের দু’জনের মৃত্যু হল রবিবার। অভিযোগ, পুরসভার গাফিলতি আর অনিয়মিত পরিষেবার জন্যই এই ভয়াবহ পরিস্থিতি।
ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান এম. আর. বাঙ্গুর হাসপাতালে। এর আগে, চলতি মাসের ৬ তারিখে তাঁর স্বামী বিপ্লব সরদার (৪৫)-ও ডেঙ্গি আক্রান্ত হয়েই প্রাণ হারান। পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকা।
#REL