দ্য ওয়াল ব্যুরো: 'বিষ খাইয়ে স্বামী-সন্তানকে মারতে চেয়েছিলেন স্ত্রী', এই অভিযোগ এনেই অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিলেন উত্তরপ্রদেশের যুবক (UP Man arranged wife's marriage)। তবে পাল্টা স্ত্রীর দাবি, এই বিয়েতে তাঁর মত ছিল না। এই ঘটনায় হতবাক স্থানীয়রাও।
১৫ বছর আগে বিয়ে হয়েছিল করিশ্মা ও হরিশ্চন্দ্রর। দাম্পত্যে ইতি ঘটিয়ে স্ত্রীর 'প্রেমিক' শিবরাজ চৌহানের সঙ্গে তাঁর বিয়ে দিলেন হরিশ্চন্দ্র। বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয় এক মন্দিরে পুরোহিত এবং বহু গ্রামবাসীর সামনেই স্ত্রীর কপাল থেকে সিঁদুর মুছে দেন ওই ব্যক্তি। এরপর করিশ্মা ও শিবরাজ মালাবদল করে গাঁটছড়া বাঁধেন।
#REL