তিয়াষ মুখোপাধ্যায়
ইংরেজি কি শিখব না আমরা? নাকি ইংরেজি শিখলে বা তাতে কথা বললে আমাদের একদিন লজ্জা পেতে হবে!
রবিবাসরীয় সকালে এ কোনও হেঁয়ালি নয়। বরং গুরুতর এক বিতর্কের বিষয়। যে বিতর্ক ফের নতুন করে উস্কে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, “এই দেশে যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁরা খুব তাড়াতাড়ি ইংরেজি বলার জন্য লজ্জা পাবেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য গেরুয়া পরিসরে একেবারে নতুন নয়। কিছু দিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবতও তাঁর ভাষণে সাফ জানিয়েছিলেন, “আমরা ইংরেজি বলব না।”