শুভদীপ বন্দ্যোপাধ্যায়
গতকাল ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসের দিনেই প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী জয়শ্রী দাশগুপ্ত। মডার্ন হাই স্কুলে বিখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের সহপাঠী ছিলেন জয়শ্রী। দু'জনের বন্ধুত্ব ছোট্টবেলা থেকে শেষদিন অবধি অব্যাহত থাকল। সত্যি তাঁরা হাত ধরেছিলেন চিরদিন বন্ধু হয়ে থাকবেন বলেই। রবীন্দ্রনাথের গানে জয়শ্রীর দখল শুরু থেকেই ছিল। প্রাণের বন্ধু রিনার হাত ধরেই জয়শ্রী লাইম লাইটে চলে আসেন ২০০০ সালে। অপর্ণা সেনের 'পারমিতার একদিন' ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৃদয় আমার প্রকাশ হল' গানটিকে শুধুমাত্র একটি তানপুরা সহযোগে গেয়ে, জয়শ্রী দাশগ