দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ের বহুল আলোচিত হানিমুন হত্যা মামলায় নতুন মোড়। ইন্দোরের প্রপার্টি ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শিলম জেমস, যিনি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর প্রমাণ লোপাটে যুক্ত ছিলেন বলে অভিযোগ।
স্বামী রাজার খুনের পর মেঘালয় থেকে পালিয়ে এসে শিলমের থেকে ভাড়া নেওয়া একটি বাড়িতেই গা ঢাকা দিয়ে থাকছিল সোনম। সেখানে এসে কিছুদিন থাকতে হবে বুঝতে পেরে প্রায় ৫ হাজার টাকার গ্রসারি (মুদিখানার জিনিস) অনলাইনে অর্ডারও করেছিলেন সোনম।
#REL