দ্য ওয়াল ব্যুরো: শ্লীলতাহানির প্রতিবাদ করায় পাঁচ বছরের শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তামিলনাড়ুর কাঞ্চিপুরমে (Tamil Nadu's Kancheepuram)। কয়েকদিন ধরেই সে নিখোঁজ ছিল (5-year-old boy beaten to death)। পুলিশ তল্লাশি শুরু করলে তার পচাগলা দেহ উদ্ধার হয়।
বিহারের দম্পতি কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। তাঁদের পাঁচ বছরের ছেলে গত ৯ জুন নিখোঁজ হয়। দম্পতি পুলিশে অভিযোগ করেন। কয়েকদিনের তদন্তের পর গ্রাম থেকে কিছুটা দূরে একটি নির্জন এলাকায় তার পচাগলা দেহ উদ্ধার হয়।
#REL