দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের অভিজাত আবাসনের বাইরের দৃশ্য দুঃস্বপ্নের মতো—একসঙ্গে ১০টি পথকুকুর, যন্ত্রণায় কাতর, নিথর হয়ে পড়ে আছে রাস্তায়। কেউ চিৎকার করছে, কেউ নড়ার শক্তিটুকুও হারিয়েছে। রাস্তায় বেরনো মানুষদের চোখ ছানাবড়া। আর তারপরেই সামনে আসে এক অমানবিক চক্রান্তের ছায়া।
পথকুকুরদের খাওয়ানো খাবারে নাকি কেউ বা কারা মিশিয়ে দিয়েছে বিষ! অভিযোগে সরব মৈত্রেয়ী পাঠক নামের এক প্রাণীপ্রেমী, যিনি দীর্ঘদিন ধরেই নিউটাউনের ওই এলাকায় পথকুকুরদের দেখভাল করেন। তিনিই টেকনো সিটি থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
#REL