দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের অমৃতসর (গ্রামীণ) পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন ভারতীয় সেনার কর্মরত জওয়ান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI (Inter-Services Intelligence)-এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বলেই অভিযোগ উঠেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম গুরপ্রীত সিং ওরফে গোপি ফৌজি এবং সাহিল মাসিহ ওরফে শালি। অমৃতসর (গ্রামীণ) জেলার পুলিশ সুপার মানিন্দর সিংহ জানিয়েছেন, গুরপ্রীত ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং গ্রেফতারের সময় তিনি জম্মুতে পোস্টেড ছিলেন।
#REL