দ্য ওয়াল ব্যুরো: ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলের মদতে আমেরিকার হামলার পর পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ পরিস্থিতি। তার জেরেই সোমবার তীব্র ধস নামল এশিয়ার শেয়ার বাজারে। তেলের দাম ছুঁয়েছে গত পাঁচ মাসের সর্বোচ্চ সীমা। বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের চোখ এখন তেহরানের প্রতিক্রিয়ার দিকে।
ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদক দেশ। দিনে প্রায় ৩৩ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে তেহরান, যার অর্ধেক রফতানি হয়, বাকি যায় দেশের ঘরোয়া চাহিদা মেটাতে। ফলে, ইরান যদি আমেরিকার বিরুদ্ধে পাল্টা হামলার পথে যায়, তা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
#REL