দ্য ওয়াল ব্যুরো: আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী! আজ, সোমবার সকালে বিধানসভার লবিতে হঠাৎ করেই পড়ে যান তিনি। বিধায়ক নওসাদ সিদ্দিকি তখন সেখানেই ছিলেন, তিনি-সহ আরও কয়েকজন মিলে ধরাধরি করে অ্যাম্বুল্যান্সে তোলেন তাঁকে। নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
কী ঘটেছিল এদিন?
জানা গেছে, নিরিবিলি লবি দিয়ে নিজের কক্ষের দিকে এগোচ্ছিলেন বলাগড় কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আশপাশে তখন খুব একটা ভিড় ছিল না, বিধানসভা করিডর ছিল প্রায় শুনশান। হঠাৎ করেই ঘটে বিপত্তি, চলতে চলতেই হঠাৎ মাটিতে মুখ থুবড়ে পড়ে যান প্রবীণ এই বিধায়ক।
#REL