দ্য ওয়াল ব্যুরো: রাত সাড়ে দশটা বাজলেই সোম থেকে বৃহস্পতি সারা দেশের দর্শক টিভির সামনে বসে পড়ত। ঘরে ঘরে মহিলাদের সবার তখন একজনই রোলমডেল তুলসী ভিরানি। যে চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি। ২০০০ থেকে ২০০৮, দীর্ঘ ৮ বছর ধরে চলেছিল একতা কাপুরের 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়াল। শাশুড়ি-বৌমার সম্পর্ক থেকে একান্নবর্তী পরিবারের রোজকার গল্প গ্ল্যামারাস মোড়কে পেশ করেছিলেন একতা কাপুর। ২৫ বছর পর, আবার সেই স্টার প্লাসে আসছে 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২'। কোনও সিরিয়ালের দ্বিতীয় সিক্যুয়েল আসছে। তবে এই সংসারে এখন অনেক অভিনেতাই প্রয়াত হয়েছেন। দেখে নেওয়া যাক, কোন ৭ অভিনেতাকে ছাড