দ্য ওয়াল ব্যুরো: তিন বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন আমির খান। ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে সফল। মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যেই ছবির মোট আয় পৌঁছে গিয়েছে প্রায় ৬০ কোটি টাকায়। এমন আয় দেখে বলিউডের ট্রেড অ্যানালিস্টরাও রীতিমতো চমকে গিয়েছেন।
প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশন
শুক্রবার (প্রথম দিন): ১০.৭০ কোটি
শনিবার (দ্বিতীয় দিন): ২০.২০ কোটি
রবিবার (তৃতীয় দিন): ২৮ কোটি
#REL