শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে বাচিকশিল্পী, পোশাক ও গয়না ডিজাইনার, অভিনেতা, গায়ক ,এমনকী পরিচালকও। ছোট ছবি 'হোম' (Home) বানিয়ে পরিচালনায় নজর কেড়েছেন তিনি। আরও সুখবর, আজ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের 'হোম' প্রদর্শিত হবে লন্ডন হাউস অফ কমন্সে (House of Commons)। আজ সন্ধ্যায় বিট্রিশ পার্লামেন্টের ক্ষমতার অলিন্দে এক বাঙালির ছবি প্রদর্শিত হওয়া,সব বাঙালির কাছেই গর্বের বিষয়। সুজয়ের সঙ্গে সঞ্চালিকা রূপা হকের ছবি ঘিরে একটি প্যানেল আলোচনার পর দেখানো হবে 'হোম'। ২০২৫ এর ২৩ জুন আষাঢ়ের এই বৃষ্টিস্নাত দিনটা সুজয়প্রসা