দ্য ওয়াল ব্যুরো: পেরুর লিমায় পাইপ বসানোর সময় আবিষ্কৃত হল এক হাজার বছরের পুরনো একটি শিশুর মমি। গ্যাস সংস্থা Calidda-র কর্মীরা প্রথম এই মমি ও তার আশপাশের পুরাতাত্ত্বিক উপাদানগুলির খোঁজ পান। পরে সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের কথা জানানো হয়।
সংস্থার সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ হেসুস বহামন্দে জানিয়েছেন, খননের সময় প্রথমে পাওয়া যায় পেরুর উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী গাছ 'হুয়ারাঙ্গো'-র একটি মোটা গুঁড়ি, যা অতীতে কবর চিহ্নিত করতে ব্যবহার করা হত। এটি ছিল মাটি থেকে ২০ ইঞ্চি গভীরে। পরে আরও খনন করতেই আবিষ্কৃত হয় ১.২ মিটার গভীরে থাকা একটি শিশুর মমি।