দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে স্কুলের মিড ডে মিলের (Mid-day Meal) ভাগ থুড়ি স্বাদ পাবে পথ কুকুররাও (Street Dogs)। নাহ, উচ্ছিষ্টাংশ নয়, রান্না করা খাবারই দেওয়া হবে পথ কুকুরদের।
একই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সঙ্গে সমন্বয় করে কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণের ব্যবস্থা করা হবে। আর এই পুরো কর্মকাণ্ড সম্পন্ন হবে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর ও ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’ এর উদ্যোগে (State Education Department)।
#REL