দ্য় ওয়াল ব্যুরো: সোমবারের দুপুর। বাড়ির সকলের সঙ্গে খেতে বসেছিল কালীগঞ্জের চতুর্থ শ্রেণির তামান্না (Tamanna Khatun)। পরিবারের দাবি, তখনই আচমকা বাড়িতে এসে পড়ে বোমা। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মোলান্দি গ্রামের বছর দশেকের তামান্না খাতুন।
ঘটনার পর থেকে কথা বলার অবস্থায় নেই তামান্নার মা। বারে বারে জ্ঞান হারাচ্ছেন তিনি। সংজ্ঞা ফিরলে শুধু একটাই আর্তনাদ ভেসে আসছে, 'মেয়েটাকে খেতেও দিল না ওরা।'