অমল সরকার
শূন্য পদে নতুন নিয়োগ নয়। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলিতে রেলেরই অবসরপ্রাপ্তদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক (appoint retired employees in rail as volunteer) । রেল মন্ত্রকের (Ministry of Rail) এই সিদ্ধান্ত কার্যকর করতে সব জোনাল রেলওয়ে ম্যানেজারদের (Zonal Railway Managers) নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। তাতে বলা হয়েছে, নন-গেজেটেড পদগুলিতে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হোক।