দ্য ওয়াল ব্যুরো: ফটোগ্রাফার তথাগত ঘোষের নতুন ফটো প্রদর্শনী ‘বেহাগ’। আগামী ২-৬ জুলাই কলকাতার বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দুই অভিনেতা সৌরভ দাস এবং ইন্দ্রাশিস রায়, পাশাপাশি মডেল ডিম্পল আচার্য, নীল এবং তিতাসও রয়েছেন।
#REL
তথাগত ঘোষ এবং ‘রেজারেকশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী রাজকীয় অন্দরমহলের এক কাহিনি তুলে ধরেছে। এটি এমনই এক সৃজনশীল আয়োজন, যা ক্যানভাসে অমর করে তুলতে চায় রাতের কামনা এবং বাসনাকে, যে কামনার সুর ‘বেহাগ’ নামের শাস্ত্রীয় রাগের গভীরে বাস করে।