দ্য ওয়াল ব্যুরো: পুত্রসন্তান অকায়ের জন্মের পর থেকেই কার্যত পর্দার আড়ালে চলে গিয়েছেন অনুষ্কা শর্মা। স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে এখন তাঁর ঠিকানা লন্ডনে। ভামিকার জন্মের পর কিছুদিন ভারতে থাকলেও, অকায়ের জন্মের পর পাকাপাকিভাবেই প্রবাসজীবন বেছে নিয়েছেন তারকা দম্পতি। আর এই সিদ্ধান্তের মূল কারণ তাঁদের সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা।