দ্য ওয়াল ব্যুরো: মালদহের যুবক আমির শেখকে বাংলাদেশে পুশ ব্যাক অর্থাৎ ঠেলে পাঠিয়ে দিয়েছে রাজস্থান পুলিশ। কাজের সন্ধানে মরুরাজ্যে যাওয়া মালদার কালিয়াচকের বাসিন্দা ওই যুবকের বাবা জিয়েম শেখ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা করেছেন ছেলেকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে।
#REL
তৃণমূলের রাজ্যসভার সদস্য তথা রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান, নানাভাবে চেষ্টা চালিয়েও আমিরের পুশ ব্যাক আটকানো যায়নি।