দ্য ওয়াল ব্যুরো: বাড়তি উপার্জনের লক্ষ্যে অনেকেই শেয়ার মার্কেটে (Stock Market) বিনিয়োগ করেন। এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমেও হাজারও হাতছানি থাকে। তেমনই একটি চক্রের খপ্পরে পড়ে রোজগারের ১৮ লক্ষ টাকা খোয়ালেন কলকাতর নিউটাউনের বাসিন্দা অনিমেষ তা।
ঘটনার তদন্তে নেমে সাইবার প্রতারণার (Cyber fraud) অভিযোগে লেকটাউন এলাকা থেকে মৈনাক বাগচী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police Station)।
#REL