দ্য ওয়াল ব্যুরো: দারুণ কমিক টাইমিং, প্রাণবন্ত উপস্থিতি আর নায়কের বাইরেও একাধিক রূপে চমকে দিয়েছেন বারাবার। ঋতেশ দেশমুখ একজন অভিনেতা তো বটেই, দারুণ পরিচালক, সঞ্চালক, সমাজসেবী ও প্রযোজকও।
ঋতেশের জন্ম '৭৮ সালের ১৭ ডিসেম্বর মুম্বইয়ে। বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (১৯৯৯-২০০৩ ও ২০০৪-২০০৮)। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা হলেও ঋতেশ নিজের পরিচয় তৈরি করেছেন বিনোদনের মঞ্চে। তাঁর দুই ভাই অমিত ও ধীরজ যদিও আজও সক্রিয় রাজনীতির ময়দানে।
#REL